গজলকে জনপ্রিয়তায় শিখরে পৌঁছে দিয়েছেন জগজিৎ সিং

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২২, ০২:২১ পিএম

গজলকে জনপ্রিয়তায় শিখরে পৌঁছে দিয়েছেন জগজিৎ সিং

উপমহাদেশে যেসব গজল শিল্পী নিজস্ব ভঙ্গিমায় গজল পরিবেশন করে আলাদা শ্রেণির দর্শক তৈরি করতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম পাঞ্জাবে জন্ম নেয়া প্রবাদপ্রতিম শিল্পী জগজিৎ সিং। তিনি গজল সঙ্গীতের জগতে একটি বিপ্লব এনেছিলেন এবং গজলকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছেন।

শুধু তিনি একা নন, তাঁর স্ত্রী চিত্রা সিং ও ছিলেন ৭০ ও ৮০’র দশকের জনপ্রিয় একজন গজলশিল্পী। দুজনে একসাথে গেয়েছেন অজস্র গান।  গজলের জনপ্রিয় এই সঙ্গীত জুটির রসায়ন অনেকে ব্যাখ্যা করেন একটি গানের মাধ্যমে।

'হোশ ওয়ালো কো খবর ক্যায়া বেখুদি ক্যায়া চিজ হ্যায়..' এই গায়কীর সঙ্গেই কার্যত প্রেমের প্রবল আকর্ষণের ব্যাখ্যা দিয়েছেন জগজিৎ সিং। প্রেম যে কোনও বাধাকে মেনে নিতে চায়না , তার আবেগী রূপ যেমন রয়েছে, তার সঙ্গে প্রেমের রাস্তায় এসে পড়া বহু চ্যালেঞ্জের বাস্তবতাকে মেনে নিতে হয়! এই দুইয়ের সমাহার নিয়েই চিত্রার সঙ্গে জগজিতের দাম্পত্য জীবন!

বিশ্বখ্যাত গজল লেখক ওমর খৈয়াম, মির্জা গালিব, আহমেদ ফারাজ, ফয়েজ আহমেদ ফয়েজসহ একাধিক গজল লেখকের কথায় কণ্ঠ দিয়ে নিজে সাফল্যের স্বর্ণশিখরে উঠেছেন- তাই শুধু নয়, জগজিৎ সিং  গজলকেও যেন  জনপ্রিয়তায় চূড়ায় পৌঁছে দিয়েছেন। যারা গজল শুনতে চাইতেন না তারাও সবকিছু ভুলে আবার গজলের ভুবনে ফিরে এসেছেন শুধু জগজিৎ সিংয়ের কারণে। তার গজল শুনে প্রত্যেকের মনে হতো এই গজলটি মনে হয় আমার জন্যই গাওয়া হচ্ছে।

প্রায় পাঁচ-দশকব্যাপী সঙ্গীতজীবনে তিনি ৮০টি অ্যালবাম প্রকাশ করেন। বাংলা-হিন্দি-উর্দুসহ অনেক ভাষাতে গজল গেয়েছেন। হয়েছেন জগৎশ্রেষ্ঠ গজলকার। ‘তুম ইতনা জো’,  ‘হোঁটো সে ছুলো তুম’, ‘কোই ফারিয়াদ’,  ’বেদনা মধুর হয়ে যায়’ ’তোমার চুল বাধা দেখতে ’  কিংবা ‘হে রাম’ এর মতো তার অসংখ্য গজল মানুষের মনে আজো দোলা দেয়।

আজ ১০ অক্টোবর। ২০১১ সালের এই দিনে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে জগজিৎ সিং মারা যান। শারীরিকভাবে তিনি নেই কিন্তু দর্শকদের মনজুড়ে থাকবেন আজীবন।

Link copied!