গাজীপুরে পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ০৯:৪৩ পিএম

গাজীপুরে পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্প

গাজীপুরে পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করেছে উইংস্ অব উইন্ড। জেলার রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে আয়োজিত এ ক্যাম্পে দেশের ২২ জন বরেণ্য ও প্রতিশ্রুতিশীল তরুণ চিত্রশিল্পী অংশ নিয়েছেন।

এদের মধ্যে বীরেন সোম, অলোকেশ ঘোষ, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, তরুণ ঘোষ, সিদ্ধার্থ তালুকদার, আহমেদ শামসুদ্দোহা, রেজাউন নবী, শেখ আফজাল, সাইদুল হক জুইস, শিশির ভট্টাচার্য, মোহাম্মদ ইকবাল, কারু তিতাস, বিপুল শাহ, মাহমুদুর রহমান দীপন, এএইচ ঢালী তমাল, কামাল উদ্দিন, বিপ্লব চক্রবর্তী, আব্দুল্লাহ আল বশীর, কামরুজ্জোহা, আল আখির সরকার, মঞ্জুর রশিদ অন্যতম।  আয়োজকরা জানান, প্রথিতযশা ও তরুণ চিত্রশিল্পীদের সমন্বয়ে পরিকল্পিত এ আর্ট ক্যাম্পে শিল্পীগণ বর্ষার নৈসর্গিক সৌন্দর্য তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবেন ক্যানভাসে। তরুণ শিল্পীরা চিত্রকর্ম বিষয়ে প্রথিতযশা শিল্পীদের সঙ্গে শিল্পভাবনা বিনিময়ের পাশাপাশি সরাসরি শিল্প নির্দেশনা পাবেন।

প্রবীণদের সংস্পর্শে থেকে তাদের ছবি আঁকার কৌশল দেখার পাশাপাশি তরুণদের চিত্রকর্ম বিচার-বিশ্লেষণের এক অনবদ্য সুযোগ সৃষ্টি হবে। আর্ট ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো নিয়ে একটি আন্তর্জাতিক মানের প্রকাশনা এবং ঢাকাসহ সম্ভাব্য বিভাগীয় শহরে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ক্রমবিকাশ এবং পরিবর্তিত সামাজিক কাঠামো সুসংহত করতে কাজ করছে উইংস্ অব উইন্ড বা ওয়াও।

Link copied!