গুগল ম্যাপসে পদ্মা সেতু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২২, ০৩:৪৯ এএম

গুগল ম্যাপসে পদ্মা সেতু

পদ্মাসেতুর উদ্বোধনকে কেন্দ্র করে গুগল ম্যাপে যুক্ত করা হয়েছে পদ্মা সেতু। এত দিন সড়ক পথে পদ্মা নদী পার হওয়ার রাস্তা গুগল ম্যাপে সরাসরি দেখা যেত না। মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাট দেখা যেত। এখন সরাসরি ফরিদপুরের ভাঙা পর্যন্ত মহাসড়ক দেখা যাবে ম্যাপে।

মঙ্গলবার থেকে গুগল ম্যাপসে সার্চ করলেই সেতুটি দেখা যাচ্ছে। ঢাকা থেকে গুগল ম্যাপে পদ্মা সেতুর ডেস্টিনেশন সার্চ করলে সাধারণত ৭০ থেকে ৮০ মিনিটের দূরত্ব দেখা যাবে। পদ্মা সেতুতে যাওয়ার পথে জ্যাম আছে কি না তাও জানা যাবে ম্যাপ দেখে।

গুগল ম্যাপসে পদ্মা সেতু যুক্ত করার প্রক্রিয়ায় জড়িত ছিলেন ভলান্টিয়ার কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডের স্বেচ্ছাসেবী মাহবুব হাসান, মাজহারুল ইসলাম ও আবদুল আল মামুন। এর মধ্যে মাহাবুব হাসান বাংলাদেশ লোকাল গাউড কমিউনিটির প্রতিষ্ঠাতা মডারেটর। গুগল ম্যাপসে পদ্মা সেতু সংযুক্তের কাজ তিনি প্রথম শুরু করেন গত বছরের জুলাইয়ে।

Link copied!