গ্রেট ব্যারিয়ার রিফকে 'বিপদাপন্ন' ঘোষণা করা উচিত: ইউনেস্কো

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২১, ১১:১৪ পিএম

গ্রেট ব্যারিয়ার রিফকে 'বিপদাপন্ন' ঘোষণা করা উচিত: ইউনেস্কো

বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) গ্রেট ব্যারিয়ার রিফকে ‘বিপদাপন্ন’ হিসেবে ঘোষণা করা উচিত বলে জানিয়েছে ইউনেস্কো। জাতিসংঘের সহযোগী সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তের কারণে ঐতিহ্যবাহী স্থানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। আর সে কারণেই বিশ্বের বৃহত্তম এ কোরাল রিফকে সামনের মাসে অনুষ্ঠিতব্য বৈঠকে ‘বিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এই অঞ্চলে পানির গুণগত মান নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া সরকারের ভূমিকা রাখার কথা। আর সে কারণেই অস্ট্রেলিয়াকে এ বিষয়ে ‘দ্রুত ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি।

গ্রেট ব্যারিয়ার রিফকে 'বিপদাপন্ন' ঘোষণা
গ্রেট ব্যারিয়ার রিফকে 'বিপদাপন্ন' ঘোষণা

অবশ্য ইউনেস্কোর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে অস্ট্রেলিয়ার সরকার। দেশটির পরিবেশ মন্ত্রী সুসান লে জানান, ইউনেস্কোর এমন মন্তব্যের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।

'দ্য ওয়ার্ল্ড হেরিটেজ' সংস্থার কার্যনির্বাহী কমিটিতে ১২টি দেশ রয়েছে যার প্রধান চীন। আর বিগত কয়েক বছর ধরে চীনের সঙ্গে বেশ শীতল সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ার।

সুসান বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বে সবার জন্য সবচাইতে বড় হুমকি। আমাদের বাস্তুসংস্থানের জন্য হুমকি এবং ৮৩টি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের জন্য হুমকি। এ ক্ষেত্রে শুধুমাত্র গ্রেট ব্যারিয়ার রিফকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া নিয়ে মন্তব্য করা মোটেও কাম্য নয়।

গ্রেট ব্যারিয়ার রিফকে 'বিপদাপন্ন' ঘোষণা
গ্রেট ব্যারিয়ার রিফ

ইউনেস্কোর সুপারিশ মেনে নেওয়া হলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হিসেবে প্রথম কোন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘বিপদাপন্ন’ তালিকায় স্থান পাবে।

গ্রেট ব্যারিয়ার রিফ যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে সহমত পোষণ করেছেন অনেক সমুদ্র বিজ্ঞানী। তারা জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রের উষ্ণতা বেড়ে যাওয়ায় এ প্রবাল প্রাচীর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Link copied!