ঘরমুখো মানুষের বাড়তি চাপ, দিনে বন্ধ ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক

মে ৮, ২০২১, ০১:৩৭ পিএম

ঘরমুখো মানুষের বাড়তি চাপ, দিনে বন্ধ ফেরি চলাচল

ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ এখন ফেরিঘাটে। করোনা সংক্রমণের হার কমানোর জন্য আজ শনিবার সকাল থেকে দিনের বেলা ফেরিতে সব ধরণের যাত্রী পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। 

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য শুধু রাতে ফেরি চলবে। দিনের বেলা জরুরী প্রয়োজন যেমন লাশবাহী গাড়ি বা অন্য কোনো জরুরী সেবার জন্য বিশেষ ফেরি ছাড়া সব ধরণের ফেরি চলাচল বন্ধ থাকবে। 

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, লকডাউনের মধ্যে গতকাল শুক্রবার ফেরিগুলোতে ব্যাপক মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবিতে দেখা গেছে, শুক্রবার দিনভর ফেরিতে গাদাগাদি করে পদ্মা নদীর উভয় ঘাটে ঘরমুখী মানুষ নদী পার হয়েছেন।

যাত্রীদের ভিড় সামলাতে না পেরে অনেক ফেরি কোনো বাহন না নিয়েই গন্তব্যে রওনা হয়। এতে সহস্রাধিক পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির জট দেখা দেয় শিমুলিয়া ঘাটে।

এবারের ঈদে আন্তঃজেলা বাস বন্ধ থাকায় ঢাকাসহ দেশের অনেক স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ বিকল্প উপায়ে ঘাটে পৌঁছে  ফেরিতে উঠে বসেন।

মহামারীর কারণে লকডাউনের বিধিনিষেধের মধ্যেও ঈদ সামনে রেখে দিনভর মানুষের বাড়ি ফেরার এমন চাপের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। 

Link copied!