চট্টগ্রামে প্রথমবারের মতো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০১:৫৩ এএম

চট্টগ্রামে প্রথমবারের মতো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে

চট্টগ্রামে প্রথমবারের মতো সফলভাবে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। দেশের বাইরে গিয়ে ভুল চিকিৎসা নিয়ে ফেরা রোগীকে নতুন করে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। ১৯ জানুয়ারি হাসপাতালটির চট্টগ্রাম হেমাটোলজি ও বিএমটি সেন্টারের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদের নেতৃত্বে অপারেশন করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে হাসপাতালটির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে বলে চট্টগ্রামের স্থানীয় সংবাদ মাধ্যম চট্টলার খবর-এর প্রতিবেদনে বলা হয়েছে। 

পিঠে ব্যথা নিয়ে দীর্ঘদিন ভোগার পর উন্নত চিকিৎসা নিতে ভারতে যান ফারিদ উদ্দীন মোহাম্মদ বাবর (৪৯)। কিন্তু ভুল করে অর্থোপেডিক্সে না গিয়ে অর্থোপেডিসিয়ানের কাছে যান। সেখানে পিঠের ব্যথা সারাতে রড প্রতিস্থাপন করে দেয়া হয়। অবস্থার আরও অবনতি হলেও কদিন পরই ফিরে আসেন দেশে। 

সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট) করানোর সিদ্ধান্ত নেন। ভারতে অপারেশন করা পিঠের প্লাস্টিক সার্জারির ক্ষত সারিয়ে অপারেশন করা হয়। ১১ দিনের মাথায় পুরোপুরি সুস্থ হয়েছেন ফারিদ উদ্দীন। চিকিৎসকরা জানিয়েছেন মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাসায় ফিরে যেতে পারবেন এই রোগী।

অপারেশনের নেতৃত্ব দেওয়া চিকিৎসক ডা. আবু জাফর মোহাম্মদ বলেন, বিদেশে পিঠের চিকিৎসা নিতে ফারিদ উদ্দীন অর্থোপেডিক্সের না গিয়ে, তিনি ভুলে অর্থোপেডিসিয়ানের কাছে চলে যান। সেখানে অনেক দিন চিকিৎসার পর তিনি দেশে ফিরে আসেন। তার পিঠে গর্ত হয়ে যায়। সেখানে বিভিন্ন জীবাণু আক্রমণ করে। আমরা তাকে খুব খারাপ অবস্থায় পেয়েছি। পরে ঢাকার সঙ্গে পরামর্শ করে চট্টগ্রামে তার অপারেশনের সিদ্ধান্ত নেই। এমন অপারেশন জটিল হলেও আমাদের দক্ষ জনবল ও সরঞ্জাম নিয়ে করে দেখিয়েছি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়, হাসপাতালটিতে এখন পর্যন্ত ৭৫ জনের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে। 

Link copied!