চিকুর চিকিৎসায় চেন্নাইতে মিমি

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১০:০৮ পিএম

চিকুর চিকিৎসায় চেন্নাইতে মিমি

মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ক্যান্সারে আক্রান্ত পরিবারের এক সদস্য। বিধ্বস্ত হয়ে ভেঙে পড়েছেন সাংসদ অভিনেত্রী মিমি। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের করুণ আর্তিও চেয়েছেন তিনি। চিকু এবং ম্যাক্সই হল তার দুই নয়নের মণি। ক্যান্সারে আক্রান্ত মিমির আদরের চিকু। শ্যুটিংয়ের কাজ শেষ করেই চেন্নাই পাড়ি দিবেন চিকুর চিকিৎসার জন্য।

 

নিজের ইনস্টাগ্রাম পোস্টে চিকুর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন নিজের দুঃখের কথা। দমবন্ধ হয়ে আসছে অভিনেত্রীর। তার কাছে ভালবাসার ঠিকানাই হল তার দুই সন্তান চিকু এবং ম্যাক্স। কাজ, ডিপ্রেশন, ভাললাগার মুহূর্ত সবটাই নির্ধিদ্বায় এদের সঙ্গে শেয়ার করেন সাংসদ অভিনেত্রী। চিকুর ছবি শেয়ার করে মিমি লেখেন, ‘এটা লিখতে গিয়ে আমার দমবন্ধ হয়ে আসছে। আমি মানসিকভাবে বিধ্বস্ত। একদমই শ্বাস নিতে পারছি না। কারন আমার বড় ছেলে চিকু অর্থাৎ ৮ বছরের ল্যাব্রাডরটি ক্যান্সারে আক্রান্ত।’

জানা গেছে, চিকুকে নিয়ে ছুটেছেন কলকাতার চিকিৎসকদের কাছে। লক্ষ্য চিকুকে দ্রুত সুস্থ করে তোলা। পরিস্থিতি যা তাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ে পশু চিকিৎসালয়ে চিকুর সার্জারি করাবেন। গণমাধ্যমকে মিমি বলেছেন, ‘চিকুকে সুস্থ করে তোলাই এখন আমার সবচেয়ে বড় কাজ। বাকি সব পরে ভাববো। চিকু এখন চেন্নাইয়ে। আমি শ্যুটের কাজ শেষ করেই ১ মার্চ ওর কাছে চলে যাব। বাকিটা জগন্নাথ দেবের হাতে।’

মিমি তার পোস্টে জানিয়েছেন, ‘এখানকার চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন পুরোপুরি। এখানে কোনও অস্ত্রোপচার সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। তাই আমি এখন চেন্নাই যেতে চাই। এই লড়াইয়ে আপনাদের সাহায্যের একান্ত প্রয়োজন। যদি কেউ সাহায্য করতে পারো দয়া করে কমেন্টে বা ইনবক্সে আমায় জানান।’

মিমির এই পোস্ট দেখা মাত্রই ভক্তদের এবং পশুপ্রেমীদের মন খারাপ হয়ে গেছে। চিকুর আরোগ্য কামনা করে পোস্ট করেছেন।  ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই পোস্ট। শুধু চিকু বলে নয়, লকডাউনে বিভিন্ন জায়গায় পোষ্যদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পশুপ্রেমী মিমি। সে বিষয় নিয়ে কোনও দিন প্রকাশ করেননি কোথাও। এই মুহূর্তে চিকুর জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই ভাবতে চান না মিমি।

Link copied!