চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৩, ০২:২১ এএম

চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

১১ জানুয়ারি পর্যন্ত চীনের ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ মানুষের শরীরে করোনাভাইরাস রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশভিত্তিক সংক্রমণের ক্ষেত্রে মোট জনসংখ্যার ৯১ শতাংশ সংক্রমণ নিয়ে সবার শীর্ষে রয়েছে গানসু। ৮৪ শতাংশ সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে ইউনান। এ ছাড়া ৮০ শতাংশ সংক্রমণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কিংহাই প্রদেশ।

চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সাবেক প্রধান জেং গুয়াং জানিয়েছেন, সংক্রমণের সর্বোচ্চ অবস্থা দুই থেকে তিন মাস থাকতে পারে।

গত সপ্তাহে চীনে শুরু হয়েছে নতুন চন্দ্রবর্ষ। দেশটির সবচেয়ে বড় উৎসবের এই সময়টিতে লাখ লাখ চীনা অভিবাসী শ্রমিক নিজেদের গ্রামের বাড়িতে ফিরে যায় স্বজনদের সঙ্গে উদযাপনের জন্য। ধারণা করা হচ্ছে, বিপুল সংখ্যক মানুষের এই স্থানান্তরের কারণে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নেবে।

উল্লেখ্য, নজীরবিহীন বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে ‘জিরো কোভিড’ নীতি বাতিলের ঘোষণা দেয় চীন সরকার। গত ৮ জানুয়ারি জিরো কোভিড নীতির সবশেষ বিধিনিষেধ ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন নিয়ম তুলে দিয়ে সীমান্ত খুলে দিয়েছে চীন।

Link copied!