জাতীয় ক্রিকেট লিগ স্থগিত

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ০৯:২৮ এএম

জাতীয় ক্রিকেট লিগ স্থগিত

 

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর স্থগিত করা হলো। এখন পর্যন্ত টুর্নামেন্টের দু’টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমন উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এখনই সুরক্ষার ব্যবস্থা হিসাবে এনসিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং অবস্থার উন্নতি হলে আমরা এ বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিবো। এটি প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিগটি ধরে রাখতে বেশ কয়েকটি ভেন্যু ব্যবহার করা হয়েছে। তাই আমরা এখনই এটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’

গত ২২ মার্চ থেকে শুরু হয় এনসিএল। আজ দ্বিতীয় রাউন্ড শেষে লিগটি স্থগিতের সিদ্বান্ত নেয় বিসিবি।

দুই রাউন্ড শেষে প্রথম স্তরে ১৩ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা বিভাগ। আর দ্বিতীয় স্তরে ১২ দশমিক ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা মেট্রো।

 

Link copied!