জাপানি জাহাজ তাড়া করে পিছু হটালো চীনের কোস্টগার্ড

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ১১:২৪ পিএম

জাপানি জাহাজ তাড়া করে পিছু হটালো চীনের কোস্টগার্ড

পূর্ব চীন সাগরের ছোট ছোট দ্বীপগুলো নিয়ে চীন ও জাপানের মধ্যে লড়াই বেশ পুরনো। বিরোধপূর্ণ দ্বীপগুলোর মধ্যের একটি দ্বীপের কাছে অবস্থান নেয় কয়েকটি জাপানি জাহাজকে। অবৈধভাবে দ্বীপের কাছে যাওয়ায় চীনের কোস্টগার্ড জাহাজগুলোকে তাড়া দেয়। ধাওয়া খেয়ে পিছু হটতে বাধ্য হয় জাহাজগুলো। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, চীন ও জাপান- দুই দেশই বিরোধপূর্ণ ওই দ্বীপটির মালিকানা দাবি করে থাকে। যে কারণে দুটি দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে বিরূপ প্রভাব পড়ছে। চীনে দ্বীপটির নাম দিয়াওইউ আর জাপানে দ্বীপটি সেনকাকু নামে পরিচিত।

চীনের নৌপুলিশের মুখপাত্র গেন ইউ বলেন, অবৈধভাবে জাপানের ‘সিনসে মারু’ এবং আরও চারটি জাহাজ দিয়াওইউ দ্বীপের কাছে প্রবেশ করে। সেসময় টহলরত চীনের কোস্টগার্ড ধাওয়া দিলে জাহাজগুলো পিছু হটে।

নৌপুলিশের মুখপাত্র গেন ইউ আরও বলেন, ‘আমরা জাপানের প্রতি আহ্বান জানাচ্ছি— এ মুহূর্তে এ জলসীমায় সব অবৈধ কার্যক্রম বন্ধ করুন এবং নিশ্চিত করুন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’

এই বিরোধপূর্ণ দ্বীপগুলো জাপান, চীন এবং তাইওয়ানের মাঝামাঝি অংশে পড়েছে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দুটি দেশই দ্বীপগুলোর কর্তৃত্ব নিতে চায়।

Link copied!