জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল-আব্বাস ডিবি কার্যালয়ে : ডিএমপির ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৯, ২০২২, ০৬:০৪ পিএম

জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল-আব্বাস ডিবি কার্যালয়ে : ডিএমপির ডিবি প্রধান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি মেট্রেপিলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, “নয়াপল্টনে উদ্ভুত পরিস্থিতি ও ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানান হবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। আটক হওয়ার আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাংলা কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ১০ ডিসেম্বর কোথায় গণসমাবেশ করব।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় সমাবেশের স্থান নির্ধারণে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে দলটি সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন ভেন্যু হিসেবে কমলাপুরের নাম প্রস্তাব করে। তবে ডিএমপি তাদের প্রস্তাবে সাড়া না দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে বাংলা কলেজ মাঠের নাম প্রস্তাব করা হয়।

Link copied!