জয়া আহসানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

জুলাই ২, ২০২২, ০৩:২৪ এএম

জয়া আহসানের জন্মদিন আজ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্র প্রেমী কমবেশি সবার কাছেই প্রিয় এই অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী। নিজের কাজকে গুরুত্ব দিয়ে এগিয়ে চলছেন সমানতালে।

সুন্দরের প্রতিমা জয়া আহসানের আজ জন্মদিন। বিশেষ এ দিনটিতে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

১৯৮৩ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়া আহসান। নব্বইয়ের দশকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু। এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় নিজের অভিনয়গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি।

ছোটবেলা থেকে নাচ-গানের প্রতি আকৃষ্ট ছিলেন জয়া। পড়াশোনার পাশাপাশি তিনি ছবি আঁকাও শিখেছিলেন। জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়ে। তিনি বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। মডেল হয়েছেন অনেক বিজ্ঞাপনের।

গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে। জয়া বরাবরই সময় নিয়ে সিনেমা করেছেন। যার ফলে তার একটি সিনেমা থেকে অন্য সিনেমার মধ্যকার সময় বেশ লম্বা। ‘ব্যাচেলর’ সিনেমার পর ছয় বছর বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমায় কাজ করেন তিনি। সেটি ছিল নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’।

প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি। ২০১১ সালে জনপ্রিয়তা আর প্রশংসা সব একসঙ্গে নিজের করে নেন জয়া। সে বছর তিনি তানিম নূর পরিচালিত ‘ফিরে এসো বেহুলা’ এবং নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলায় অভিনয় করেন। এর মধ্যে ‘গেরিলা’ তাকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এ সিনেমার জন্য জয়া ২০১২ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

Link copied!