টাঙ্গাইল-৭ উপনির্বাচন: ৬ গুণ বেশি ভোট পেয়ে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২২, ০৩:২৪ এএম

টাঙ্গাইল-৭ উপনির্বাচন: ৬ গুণ বেশি ভোট পেয়ে নৌকার জয়

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ চার হাজার ৫৯ ভোট।

রবিবার রাতে এ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা  ইভিএমে ভোটগ্রহণ হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র নুরুল ইসলাম মোটরযান প্রতীকে দুই হাজার ৪৩৬, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে এক হাজার ৪৫ ও বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রীমতি রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট। এর আগে বিকাল ৪টার দিকে গোলাম নওজব চৌধুরী ভোট বর্জন করেন।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এরমধ্যে এক লাখ ২৪ হাজার ৭৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Link copied!