টানা দ্বিতীয় বারের মতো বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পীর সম্মাননা পেলেন মেধা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২২, ০৫:০১ এএম

টানা দ্বিতীয় বারের মতো বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পীর সম্মাননা পেলেন মেধা

টানা ২য় বারের মত বর্ষসেরা রন্ধন শিল্পী সম্মাননা ২০২২ পেয়েছেন বেসরকারি নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল (এনপিআই) ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র শিক্ষার্থী মারজানা ইসলাম মেধা।

গতকাল শনিবার সকালে রাজধানীর জাতীয় যাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশন - বিটিইএ আয়োজিত অনুষ্ঠানে তাকে বিএসসি ইন ফুড ইন্জিনিয়ারিং এর স্টুডেন্ট ও উদ্যোক্তা হিসেবে ওই সম্মাননা দেয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক জনাব এম জে আর নাছির মজুমদার।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জন্ম নেওয়া মেধা বর্তমানে মেধা বিএসসি (ফুড ইঞ্জিনিয়ারিং) নিয়ে এনপি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়াশোনা করছেন।

এছাড়া মেধা প্রফেশনাল কুকিং একাডেমি (পিসিএ)তে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কুকিং এ লেভেল ওয়ান এবং টু শেষ করেছেন। এছাড়া,সুইজারল্যান্ড এর একটি বিশ্ববিদ্যালয় থেকে হেজাপ এন্ড হায়েজ এর শর্ট কোর্স সম্পন্ন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে Medha’s Food Corner. নামে অনলাইনে হোমমেড ফুডের বিজনেস শুরু করেন মেধা। ইচ্ছে শক্তি কাজে লাগিয়ে নতুন উদ্যমে পথচলা শুরু হয়। মারজানা ইসলাম মেধা বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পী এওয়ার্ড ২০২১, বিসিক এসএমই উদ্যোক্তা সম্মাননা ২০২২ পেয়েছেন মেধা, বিটিইএ বর্ষসেরা রন্ধন শিল্পী এওয়ার্ড ২০২২ অর্জন করেছেন এই  রন্ধন শিল্পী।

Link copied!