নিউজিল্যান্ড ৩ বাংলাদেশ ০

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ১, ২০২১, ০৯:৫৮ পিএম

নিউজিল্যান্ড ৩ বাংলাদেশ ০

ওয়ানডে ক্রিকেটের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ অকল্যান্ডের এডেন পার্কে ১৪২ রানের জবাবে বাংলাদেশ ৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। ৬৫ রানের জয় নিয়ে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ৩-০ তেই। এর আগে ওয়ানডে সিরিজেও ৩-০ তে জয় ব্ল্যাকক্যাপদের। 

বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই বড় জুটি বা বড় স্কোর করেননি। নাইম শেখ দলীয় সর্বোচ্চ ১৯ করেছেন। এছাড়া সৌম্য ১০ ও মোসাদ্দেকের স্কোর ১৩। টিম সাউদি ৩টি ও টড অ্যাস্টল ৪টি উইকেট শিকার করেন। 

এর আগে  মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের ব্যাটিং তাণ্ডবে ব্যাকফুটে বাংলাদেশ। টসে জিতে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ফিল্ডিং নেন। অ্যালেন ও গাপটিল চড়াও হন নেমেই। ১০ ওভারের খেলা। শুরুতেই তারা ম্যাচটিকে বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যেতে চেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে এখন হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে ১০ ওভারে করতে হবে ১৪২ রান (বৃষ্টি আইনে ওভার কেটে নেওয়া হয়েছে)। নিউজিল্যান্ড ১৪১ রান সংগ্রহ করে ৩ উইকেটে। 

৫.৪ ওভারে গাপটিল যখন আউট হন ৪৪ এ তখন নিউজিল্যান্ডের স্কোর কার্ডে ৮৫ রান। ২১ বছর বয়সী অ্যালেন ১৮ বলে ৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। ৬.৫ ওভারে নিউজিল্যান্ডের দলীয় স্কোর ১০০ হয়ে যায়। অ্যালেনের ক্যারিয়ারে এটা প্রথম ফিফটি। ফিলিপস ১৪ রানে আউট হন। 

১০ম ওভারে তাসকিনের চতুর্থ বলে ক্যাচ তুলে দেন অ্যালেন। ২৯ বলে ৭১ রানে ফিরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে। 

বাংলাদেশের খেলোয়াড় বদল হয়েছে। ফরম্যাট বদলেছে। আবার ২০ ওভারের ম্যাচ ১০ ওভারের হয়েছে। কিন্তু আজও ক্যাচ ফসকে গেছে। নিউজিল্যান্ডের এতো বিশাল রানের পেছনে কারণ এটাই। 

 

Link copied!