টিকা নিবন্ধন বাড়াতে শর্ত শিথিল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০২:৩২ এএম

টিকা নিবন্ধন বাড়াতে শর্ত শিথিল

বাংলাদেশে করোনাভাইরাসের বয়সসীমার ক্ষেত্রে টিকা দেয়ার শর্ত কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে ৪০ বছরের বেশি বয়সীরা সবাই স্থানীয় যেকোন সরকারি হাসপাতালে গিয়ে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। নিবন্ধনও সেখানেই করানো যাবে। এছাড়া সম্মুখসারির যোদ্ধার পরিবারের লোকজনও নিবন্ধনের আওতায় আসবে।

নিবন্ধন শুরুর পর এক সপ্তাহে সাড়া না পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বলা হয়েছিল, ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রথম দফা টিকাদান কর্মসূচীতে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারিতে থাকা মানুষেরা এবং ৫৫ বছরের বেশি বয়সীরা টিকা নিতে পারবেন এবং যারা সম্মুখসারির যোদ্ধা রয়েছে তারাও নিবন্ধন করতে পারবেন। কিন্তু বয়স্করা অনেকেই অনলাইন নিবন্ধনে স্বাচ্ছন্দ্য বোধ না করায় সাড়া কম পড়ে।

প্রথম দিনে মোট টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। তবে আজ দ্বিতীয় দিনে সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন, গতকালের চেয়ে প্রায় ১৫ হাজার জন বেশি। সোমবার স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর শর্ত শিথিল করার নির্দেশনা আসে। বলা হচ্ছে, টিকা নেয়া সহজতর করতে এই সিদ্ধান্ত।

Link copied!