টিকা নিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৮:৩৮ পিএম

টিকা নিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য করোনার টিকা নিয়েছেন। গণটিকার পঞ্চম দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে গিয়ে দলের কেন্দ্রিয় কমিটির ৯ সদস্য টিকা নেন। দলের আরেক  সদস্য  শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে  টিকা নিয়েছেন।  

নিউরো সায়েন্স হাসপাতালে টিকা নেন দলের কেন্দ্রিয় কমিটির সম্পাদকসহ  ৯ জন সদস্য । তারা হলেন- দফতর সম্পাদক ব্যারিস্টর বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকাইয়া সুলতানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা,  সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, আজিজুস সামাদ ডন, শাহাবুদ্দিন ফরাজী,  আব্দুল আউয়াল শামীম।

এদিকে, সকাল সাড়ে ১১টার দিকে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে করোনা টিকা নিয়েছেন দলের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন। সেখানে  আরও  টিকা নিয়েছেন যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি ও স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ।

টিকা নেওয়ার পর  দেলোয়ার হোসেন বলেন, 'সুস্থ আছি, স্বাভাবিক আছি। কোনও ধরনের সমস্যা অনুভব করছি না।' এসময় তিনি সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহবান জানান।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের কেন্দ্রীয় কমিটির একটি অংশ টিকা নিয়েছেন।  আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা খুবই আগ্রহী টিকা পেতে।'

ডা. রোকেয়া সুলতানা বলেন, 'প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখার জন্য টিকার ব্যবস্থা করেছেন। আমাদের টিকাদান কার্যক্রম চলবে।'

 

Link copied!