টিকা: বুথে সাধারন মানুষের উপস্থিতি কম

তৌফিক হাসান

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০১:২২ এএম

টিকা: বুথে সাধারন মানুষের উপস্থিতি কম

আয়োজনে ঘাটতি না থাকলেও টিকা প্রদানের প্রথম দিনে সাধারন মানুষের উপস্থিতি নেই বললেই চলে। নিবন্ধনে জটিলতা, টিকার যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্নসহ নানা কারনে হাসপাতালগুলোতে জনসমাগম দেখা যায় নি। আজ রবিবার(০৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এই চিত্র দেখা যায়।

রাজধানীর শ্যামলী মিরপুর রোডের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল, ২৫০ শয্যা টিবি হাসপাতাল ও  ঢাকা শিশু হাসপাতালে গিয়ে ডাক্তার,নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে টিকা নেয়ার প্রবণতা দেখা যায়। এছাড়া বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারাও টিকা নিতে এসেছেন। তবে সব ব্যবস্থা থাকার পরও জনসাধারনের উপস্থিতি খুব কম ছিল।

এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী দ্যা রির্পোটকে বলেন, টিকা নিবন্ধনের এ্যাপসটি মূলত অকার্যকর। আর অনলাইনেও সাধারন মানুষ সেভাবে নিবন্ধন করছে না। অন্যদিকে এখনো সাধারন মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ রয়েছে টিকা নিবে কি নিবে না। ফলে টিকা দেশে আনা হয়েছে ঠিকই কিন্তু জনগনের ভিতর থেকে দ্বিধাদ্বন্দতা দূর করতে না পারলে এই টিকা দেয়াটা কষ্টকর হয়ে যাবে।’

Link copied!