টিকাগ্রহণ তিন দিনেই তিনগুণ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০৩:৫৪ এএম

টিকাগ্রহণ তিন দিনেই তিনগুণ

সব দ্বিধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিকাগ্রহণের হার প্রথম তিন দিনেই তিনগুণ বেড়েছে। মঙ্গলবার সারা দেশে টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন। রোববার টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন সারা দেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। আর গণটিকাদানের দ্বিতীয় দিনে সোমবার ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদের মধ্যে ৯৪ জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে টিকাগ্রহণকারীদের জন্য যথেষ্ট প্রস্তুতি রাখা হয়েছে বলে জানায়ন বিভিন্ন জেলার সিভিল সার্জনরা। রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাউয়ুম তালুকদার দ্য রিপোর্টকে বলেন, প্রথম দুদিনের টিকাগ্রহণকারীর সংখ্যা আজই ছাড়িয়ে গেছে। আগামীতে আরও বেশি টিকাগ্রহীতা আসবে আশা করছি। আমাদের যাবতীয় সকল প্রস্তুতিও নেয়া আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও হয়, ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ১২ হাজার ৫১৭ জন। তাদের মধ্যে পুরুষ ৮ হাজার ৫৯২ জন এবং নারী ৩ হাজার ৯২৫ জন। ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ৮ হাজার ৫৫৯ জন।

এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন এক লাখ ৭৯ হাজার ৩১৮ জন। মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২০৭ জনের।

নারায়নগঞ্জের জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ বলেন, আমাদের সকল ধরনের পূর্ব প্রস্তুতি নেয়া আছে। এখন লোকজন নানা কারণে ব্যস্ত থাকায় প্রথমে উপস্থিতি কম ছিল। চলতি সপ্তাহে পুরোদ্যমে টিকা প্রদান কার্যক্রম চলবে।

সংশ্লিষ্টদের ধারণা, সাধারন জনগণ টিকাগ্রহণকারীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিজে টিকা নিবেন। যেকারণে অনেকেই অপেক্ষা করছেন। কিন্তু প্রথম দু’দিন পরিস্থিতি স্বাভাবিক বিধায় এখন সবাই টিকাগ্রহণে আগ্রহী হয়ে পড়েন।

Link copied!