টিকার দ্বিতীয় ডোজ নিতে পারলেন না এমপি সামাদ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২১, ১০:০৭ পিএম

টিকার দ্বিতীয় ডোজ নিতে পারলেন না  এমপি সামাদ

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ২ টা ৪০ মিনিটের দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)।

মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাই আহমেদ উস সামাদ চৌধুরী।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহমুদ উস সামাদ চৌধুরী ২০০৮ সাল থেকে পরপর তিন বার এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। পাশাপাশি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন।

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত সপ্তাহে নিজের নির্বাচনী এলাকা সফর করে গেছেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান জানান, গত ১০ই ফেব্রুয়ারি তিনি সংসদ ভবনে করোনার টিকা নিয়েছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে  শোকাহত।তার মৃ্ত্যুতে সিলেটের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলেও তিনি মন্তব্য করেন।

Link copied!