টুইটার অফিসে কর্মীদের শোবার ব্যবস্থা করছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২২, ০১:০৮ এএম

টুইটার অফিসে কর্মীদের শোবার ব্যবস্থা করছেন ইলন মাস্ক!

একটানা কোনো বিষয়ে মনোযোগ ধরে রেখে কাজ করাটা বেশ চ্যালেঞ্জের। বিশেষ করে কম্পিউটার সংশ্লিষ্ট কাজ যারা করেন তাদের জন্য মানসিক এবং শারীরিকভাবে টানা আট ঘণ্টা কাজ করা বেশ ঝুঁকিপূর্ণও বটে। অথচ কাজের ফাকে সল্প বিরতির ব্যবস্থা থাকলেও নেই ঘুমানোর কোনো সুযোগ।

তবে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন মার্কিন মাইক্রোব্লগিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা টুইটারের মালিক ইলন মাস্ক। টুইটারের মালিক বনে যাওয়ার পর থেকেই কোম্পানিতে নানা পরিবর্তন আনছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই প্রধান নির্বাহী। এখন পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ প্রায় ৫০ শতাংশ কর্মী ছাটাই করেছেন তিনি। তার কঠোর ভূমিকার কারণে আরো অনেকে স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন। যারা রয়ে গেছেন, তাদের ওপর একের পর এক কঠিন নিয়ম চাপিয়ে দিচ্ছেন ইলন মাস্ক।

কর্মীদের জন্য দুপুরে ফ্রি খাবার সুবিধা বাতিল, বাসায় বসে কাজের সুবিধা বাতিলের পাশাপাশি অফিসে এসে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের নিয়ম চালু করেন তিনি। এরই ধারাবাহিকতায় টুইটারের বিভিন্ন অফিসে কর্মীদের জন্য শয়নকক্ষ বানানো হচ্ছে।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো শহরে টুইটারের সদর দফতরের বেশ কয়েকটি কক্ষ ইতোমধ্যে শোয়ার ঘরে রুপান্তর করা হয়েছে। সোমবার অফিসে ঢুকেই কর্মীরা দেখতে পান, কয়েকটি সম্মেলন কক্ষে তোশক পাতা রয়েছে। ঝোলানো রয়েছে পর্দা। রয়েছে কয়েকটি টেবিল ও বসার চেয়ারও। বিষয়টি সামনে আসতেই ফের বিতর্ক শুরু হয়েছে টুইটার ঘিরে।

টুইটার সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, কক্ষে শোয়ার ব্যবস্থা করা হলেও কর্মীদের এ ব্যাপারে আগে থেকে কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সোমবার কর্মীরা অফিসে ঢুকে নতুন এ বন্দোবস্তের ব্যাপারে জানতে পারেন।

 

ধারণা করা হচ্ছে, যেসব কর্মীকে দিনরাত একাকার করে কাজ করতে হচ্ছে এবং যাঁরা কাজ শেষে রাতে বাসায় ফিরতে পারছেন না, তাঁদের জন্যই ঘুমানোর এই বন্দোবস্ত।

Link copied!