টুইটার কিনছেনই ইলন মাস্ক, সেই আগের দামেই!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০৭:১৫ এএম

টুইটার কিনছেনই ইলন মাস্ক, সেই আগের দামেই!

আগের দামেই টুইটার কিনে নিচ্ছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। আর এই খবর প্রকাশ হওয়ার পরপরই টুইটারের শেয়ার বিক্রি স্থগিত হয়ে গেছে। টুইটার কেনা নিয়ে বহু জলঘোলা হয়েছে। গত এপ্রিলে প্রথম যখন মাস্ক টুইটার কেনার কথা প্রকাশ করেন, সারাবিশ্বে এ নিয়ে তোলপাড় পড়ে যায়। বিবিসি তখন জানায়, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পরিষদ। সবকিছু যখন চূড়ান্ত, তখন হঠাৎই জানা যায় টুইটার কেনা হচ্ছে না মাস্কের। মাস্ক অভিযোগ করেন, স্প্যাম অ্যাকাউন্টের কারণে তিনি টুইটার কিনবেন না। 

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক আবারও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি কিনতে এগিয়ে যাবেন, সেই আগের দামেই— ব্লুমবার্গের এমন একটি প্রতিবেদনের পর শেয়ারবাজারে টুইটারের শেয়ার বেচাকেনা স্থগিত করা হয়েছে। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুসারে, কয়েক মাস আগে মাস্ক যে মূল্য দিয়ে দিয়ে টুইটার কিনতে চেয়েছিলেন তা দিয়েই টুইটার কিনতে প্রস্তুত। 

টুইটারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত অযাচিত পরামর্শ দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেনের অন্যান্য নাগরিকদের নিন্দার শিকার হয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে রাশিয়ার অধিভুক্ত অঞ্চলগুলোতে ফের গণভোট হতে হবে, ২০১৪ সালে মস্কোর দখল করা ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, ক্রিমিয়ার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সেই সাথে এ ব্যাপারে ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে— এরকম নানা ‘উপদেশ’ জানিয়ে একটি টুইট করেছিলেন ইলন মাস্ক। 

টুইটারে মাস্ক তাঁর ১০ কোটি ৭৭ লাখ ফলোয়ারের উদ্দেশে ইউক্রেনে রাশিয়ার অধিকৃত অঞ্চল নিয়ে ভোটাভুটির আহ্বান জানিয়েছেন। 

সূত্র: ব্লুমবার্গ

Link copied!