টোন এন্ড টিউন স্কুল অব মিউজিকের শুভযাত্রা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২১, ১০:০৯ পিএম

টোন এন্ড টিউন স্কুল অব মিউজিকের শুভযাত্রা

দেশের সংগীত শিক্ষার্থীদের গায়কী ও কণ্ঠশৈলী বিষয়ক দক্ষতা নির্মানের লক্ষ্যে যাত্রা শুরু হলো টোন এন্ড টিউন মিউজিক স্কুলের। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ গুণী শিল্পীরা।

শাস্ত্রীয় সংগীত শিল্পী শেখ জসিমসহ দেশের অন্যান্য গুণী শিল্পীদের তত্ত্বাবধানে সংগীতালয়টি কাজ করবে। নতুন শিল্পীদের পাশাপাশি, যেসব পেশাদার শিল্পী কণ্ঠভঙ্গজনিত সমস্যায় ভুগছেন সবার জন্যই কাজ করবে টোন এন্ড টিউন। শুধু গান বা শাস্ত্রীয় সংগীত শিক্ষা নয় বরং শিল্পীদের কণ্ঠের গুনগত মান ও প্রক্ষেপণ ক্ষমতা উন্নয়নই টোন এন্ড টিউনের মুল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী লিনু বিল্লাহ, মানাম আহমেদ, লাবু রহমান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

IMG_5984

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুরশিদ আলম। আরও উপস্থিত ছিলেন মিলন ভট্ট, আনিসুর রহমান তনু, আলম আরা মিনু, মৌটুসী ইসলাম, শহিদুল্লাহ ফরায়েজী,ফরিদ আহম্মেদ, রাফী এবং নতুন প্রজন্মের জনপ্রিয় সকল শিল্পী কলাকুশলীসহ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য গুণিজন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি গতানুগতিক মিউজিক স্কুল থেকে সম্পূর্ন আলাদা। এখানে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিক্ষিত প্রতিষ্ঠিত বিখ্যাত গুনিজনেরা সম্পূর্ণ প্রায়োগিক শিক্ষা প্রদান করবেন। যা সত্যিকারভাবে আগামীর বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শিল্পী কলাকুশলীদের একটি সুশিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে তোলা হবে। এরাই সারা বিশ্বময় বাংলাদেশের সাংস্কৃতিক বিস্তার ঘটাবে বলে আমরা বিশ্বাস করি।

Link copied!