ডা. মুরাদ হাসান কোথায়?

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২১, ০৯:৩৭ এএম

ডা. মুরাদ হাসান কোথায়?

নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত মন্ত্যবের জেরে মন্ত্রিত্ব আর আওয়ামী লীগের দলীয় পদ হারিয়ে বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শনিবার সকাল থেকে দুবাইয়ের একটি গণমাধ্যমের বরাত দিয়ে ঢাকার গণমাধ্যমগুলোতে বলা হয়, কানাডার এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে জামালপুর-৪ আসনের এই সংসদ সদস্যকে। যদিও কানাডার বাংলাদেশের হাইকমিশন কিংবা কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে এই খবরের কোনো কোনো সত্যতা মেলে নি। 

এখন প্রশ্ন উঠেছে, তাহলে ডা. মুরাদ হাসান কোথায়? 

তিনি কি আসলেই কানাডায়? নাকি এখন দুবাই এয়ারপোর্টে? প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে ফেরার? 

দুয়েকটি সূত্র জানিয়েছে, কানাডা প্রবেশ করতে না পেরে দুবাই পাড়ি জমানোর চেষ্টা করেন হালের এই বিতর্কিত এই বাংলাদেশী রাজনীতিক। কিন্তু ভিসা জটিলতায় দুবাইয়েও থাকতে পারছেন না তিনি। ফিরে আসতে পারেন বাংলাদেশে।

দুবাইয়ের স্থানীয় একটি সূত্র শনিবার রাতে দ্য রিপোর্টকে জানিয়েছেন, রোববার সকাল ৮ টায় দুবাই থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ডা. মুরাদ। 

কানাডায় ঢুকতে পারেননি ডা.মুরাদ হাসান

এ বিষয়ে ডা. মুরাদ হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনের হোয়াটসঅ্যাপ নম্বরটি অফলাইনে দেখা গেছে বাংলাদেশ সময় শনিবার রাত দুইটা পর্যন্ত।  

কানাডায় বাংলাদেশের হাই কমিশনার খলীলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, মুরাদ হাসান এবার কানাডা যাওয়ার বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন নি এবং তার বিষয়ে কানাডার বর্ডার এজেন্সির পক্ষ থেকে হাই কমিশনের সঙ্গেও কোনো যোগাযোগ করা হয়নি। 

Link copied!