ডান পা ও দুই হাত নেই, পরীক্ষা দিচ্ছেন বাঁ পা দিয়ে

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ১২:০১ এএম

ডান পা ও দুই হাত নেই, পরীক্ষা দিচ্ছেন বাঁ পা দিয়ে

দুই হাত নেই, দুই পায়ের মধ্যে ডান পা-ও নেই। অন্যদের তুলনায় স্বাভাবিকের চেয়ে অনেক ছোট তিনি। পায়ের আঙ্গুলের মধ্যে কলম রেখে উত্তরপত্রে লিখে চলেছেন।

বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দেখা যায় এ দৃশ্য। দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী এই অদম্য শিক্ষার্থীর নাম রাসেল মৃধা।

স্থানীয় সূত্র জানায়, সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লায় বসবাসকারী রাসেল মৃধার বাবার নাম আব্দুর রহিম মৃধা। তিনি পেশায় একজন দিনমজুর। রাসেল শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী। এর আগে, পিএসসি ও জেডিসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে রাসেল মৃধা। এবারও ভাল করবে বলে সংবাদকর্মীদের জানালেন তার বাবা আব্দুর রহিম মৃধা।

রাসেল মৃধার বাবা গণমাধ্যমকে বলেন, “লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জল করবে।”

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ গণমাধ্যমকে বলেন, আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী রাসেল মৃধা বিগত পরীক্ষাগুলোতে সাফল্য অর্জন করেছে। রাসেল এবারও ভালো ফল অর্জন করবে বলে আমরা আশাবাদী। 

Link copied!