ডিসেম্বরে চালু হচ্ছে খুলনা-মোংলা রেলপথ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২২, ০৫:৩৩ পিএম

ডিসেম্বরে চালু হচ্ছে খুলনা-মোংলা রেলপথ

খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ এ বছরের ডিসেম্বরে চালু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল নির্মাণাধীন রেলপথ পরিদর্শনের সময় রূপসা রেল সেতু এলাকায় তিনি এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, ‘আমাদের প্রকল্পটির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। আমাদের মূল চ্যালেঞ্জ ছিল রূপসা রেল সেতু নির্মাণ।’

মন্ত্রী বলেন, ‘আমাদের এ প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। আমি সরেজমিন দেখতে এসেছি। আমাদের মূল চ্যালেঞ্জ ছিল রূপসা রেলসেতু নির্মাণ। সেটির নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন সেটির ওপর ট্র্যাক নির্মাণ করা হবে। এ রেললাইনের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু কাজ বাকি আছে। সিগন্যালিংয়ের কাজ চলমান। তিন চার মাসের মধ্যে সেটি সম্পন্ন হবে। কয়েকটি স্টেশন-এর কাজ সম্পন্ন হয়েছে, কয়েকটির কাজ বাকি আছে।’

পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার ও পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারসহ প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Link copied!