ফের বেড়েছে ডেঙ্গুর চোখ রাঙানি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৭৩

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ১০:২৪ পিএম

ফের বেড়েছে ডেঙ্গুর চোখ রাঙানি, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৭৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭৭ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৪ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

এ পর্যন্ত মোট এক হাজার ৩৩৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং চলতি বছরে ডেঙ্গুতে একজন মারা গেছেন।

এবছর ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট এক হাজার ৪৭৭ জন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Link copied!