ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ০১:৪৬ এএম

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ বছর ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এডিস মশাবাহিত এই রোগে এই মৌসুমে তিনজনের মৃত্যু হল।

রবিবার যে দুজন মারা গেছেন তারা কক্সবাজারের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রবিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ১৮ জন ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে বিভিন্ন হাসপাতালে ২২২ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ঢাকায় ১৭০ জন এবং ঢাকার বাইরে ৫২ জন রোগী ভর্তি আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, ঢাকার পর কক্সবাজার জেলায় ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত কক্সবাজারের সরকারি হাসপাতালে ৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে দুইজন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১২ জন।

Link copied!