ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু ও রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:২৪ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু ও রোগীর সংখ্যা

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৪০ জন নতুন রোগী।

রবিবার গত ২৪ ঘন্টায় ৪৪০ জন নতুন রোগী শনাক্ত হয়। তবে ওই সময়ে কেউ মারা যায়নি। সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন ভর্তি হওয়া ৪৮২ জন ডেঙ্গু রোগীর  মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন৩২৮ জন।  অন্যদিকে, ঢাকার বাইরে সারাদেশে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৯৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৬২। ডেঙ্গু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৬১৭ জন। আর মৃত্যু হয়েছে ৫৩ জনের।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

Link copied!