ডনবাস জিততে ৩০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩১, ২০২২, ০২:১৮ এএম

ডনবাস জিততে ৩০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে রাশিয়া

ইউক্রেনের যুদ্ধে মোতায়েন করার জন্য স্বেচ্ছাসেবক ব্যাটালিয়ন গঠন করছে রাশিয়া। অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাশিয়া মূলত গরীব দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, ৩০ হাজারের মতো স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে গত ৫ মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত রুশ ট্যাংকগুলো মেরামতে কাজে। মূলত ডনবাস এলাকায় ইউক্রেনিয়ান বাহিনীর ‍বিরুদ্ধে যুদ্ধে লড়াইরত রুশ সৈন্যদের সঙ্গে এসব স্বেচ্ছাসেবকদের যুক্ত করা হবে।

ধারণা করা হচ্ছে, গোটা ইউক্রেনে যে রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে তার মধ্যে ৩ ভাগের ১ ভাগ অথবা ৪ ভাগের ১ ভাগ এখন ডনবাস এলাকায় যুদ্ধ করছে। এর আগে চেচেন স্বেচ্ছাসেবকরা মারিউপুলে রুশ বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে। সেখানে তাদের যুদ্ধকৌশল ব্যাপকভাবে প্রশংসিত হয়।  যদিও এক্ষেত্রে তাদের পূর্বপ্রশিক্ষণ ছিলো।

 

Link copied!