ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী নন ফিকশন বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২২, ১০:১৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী নন ফিকশন বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নন-ফিকশন বইমেলা। আসছে ২৬ ডিসেম্বর (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ প্রাঙ্গনে শুরু হয়ে এই মেলা চলবে ২৮ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত।

শনিবার (২৪ ডিসেম্বর)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে নন-ফিকশন বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, নন-ফিকশন বইমেলা ২০২২-এর আহ্বায়ক ও বণিক বার্তার সহযোগী সম্পাদক এমএম মুসা, বণিক বার্তার বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনু ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বদরুল আলম বলেন, আগামী ২৬-২৮ ডিসেম্বর ২০২২ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে নন-ফিকশন বইমেলা প্রাঙ্গণ। এ বছর জাতীয় সাহিত্য প্রকাশ, অনিন্দ্য প্রকাশ, আলোঘর, অবসর প্রকাশনা সংস্থাসহ সর্বমোট ৩৯ প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে।

বদরুল আলম আরও বলেন, নন-ফিকশন আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা। নন-ফিকশন বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বইয়ের বিকিকিনির পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ফটো কনটেস্ট ও র‍্যাফল ড্রর আয়োজনও থাকবে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকবে। এ বছর প্রথমবারের মতো ‘বর্ষসেরা নন- ফিকশন বই' পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২২ সালের সেরা নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে বর্ষসেরা নন-ফিকশন বই ঘোষণা করা হবে।

Link copied!