ঢাকার অর্ধশতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ৬৫তম বিজ্ঞান উৎসব

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২২, ০৫:১৯ পিএম

ঢাকার অর্ধশতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ৬৫তম বিজ্ঞান উৎসব

ঢাকার অর্ধশতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ৬৫তম বার্ষিক বিজ্ঞান উৎসব। রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক স্কুল আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা উপস্থিত হন। 

আয়োজকেরা জানিয়েছেন, ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৫০ জনের মতো শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজক স্কুল ছাড়াও অংশ নেয় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিজ্ঞান উৎসবে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কল্পকাহিনি লেখা, বিজ্ঞানভিত্তিক দেয়াল ম্যাগাজিন, কুইজ প্রতিযোগিতা, প্রোগ্রামিংসহ নানা বিষয় ছিল। এ ছাড়া স্ক্র্যাপবুক লিখন ও প্রদর্শন, রোবোটিকস প্রদর্শন করা হয়। শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করে কার্নিভাল ব্যান্ড।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান। তিনি বলেন, বিজ্ঞান হচ্ছে সত্যের অন্বেষণ করা। বিজ্ঞান অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানের বিকল্প নেই। তাই জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে হবে।

অধ্যাপক হাসিনা খান বলেন, মানুষভেদে ডিএনএর মিল ৯৯ দশমিক ৯ শতাংশ। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষে মানুষে ভেদাভেদ নেই। এ ছাড়া মানুষের রক্তের গ্রুপ মাত্র কয়েকটি। এ কারণে অন্য কোনো বর্ণের লোককেও রক্ত দেওয়া যায়। আবার হাতের কোষ হাতের কাজ করে, কিডনির কোষ কিডনির কাজ করে। কিন্তু কেউ মনে করে না, সে একটি নির্দিষ্ট অঙ্গের জন্য কাজ করে। কোষগুলো সীমা লঙ্ঘন করে না। এখানে ‘টিম ওয়ার্কের’ শিক্ষা পাওয়া যায়। সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক স্কুলের অধ্যক্ষ ব্রাদার সুবল লরেন্স রোজারিও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞানচর্চা করে যেতে হবে। বিজ্ঞান মূলত সমস্যা সমাধানের জন্য। দেশে বর্তমানে বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ রয়েছে। এগুলোর সমাধান দিতে পারে বিজ্ঞান। তবে সমস্যা সমাধানের ক্ষেত্রে গরীব–অবহেলিতদের কথা মনে রাখতে হবে। এখানেই বিজ্ঞানের সার্থকতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য ইমরান রহমানসহ অনেকে।

Link copied!