ঢাবি অধ্যাপক হত্যা: ৩ দিনের রিমান্ডে আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ১২:২৩ এএম

ঢাবি অধ্যাপক হত্যা: ৩ দিনের রিমান্ডে আনোয়ারুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টিবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার কন্ট্রাক্টর আনোয়ারুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মেহেদী পাভেল সুইট এ রায় ঘোষণা করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমে তিনি বলেন, ‌‍‍আনোয়ারুল গাইবান্ধার সাদুল্লাহপুর থানার বুর্জুগ জামালপুর গ্রামের বাসিন্দা। অধ্যাপক সাইদা গাফফারকে হত্যার পর পুলিশ তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।“

এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিহত সাইদা গাফফারের ছেলে সাউথ ইফখার বিন জহির আনোয়ারুলকে আসামি করে কাশিমপুর থানায় হত্যা মামলা করেন। সাইদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।

শুক্রবার রাতে জিডির তদন্ত কর্মকর্তা ও কাশিমপুর থানার উপপরিদর্শক দীপঙ্কর রায় গণমাধ্যমে জানান, পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের একটি আবাসন প্রকল্পের নির্মাণকাজের তত্ত্বাবধানে ছিলেন সাঈদা গাফফার। সেই প্রকল্পের নির্মাণ শ্রমিকরাই তাকে হত্যা করেছে।

দীপঙ্কর রায় গণমাধ্যমে আরও বলেন, ‍অধ্যাপক সাঈদা গাফফার ১১ জানুয়ারি প্রকল্প এলাকায় যান। বিকেলের দিকে আনারুলকে তিনি কাজের পারিশ্রমিকের টাকা দেন। সে সময় তার কাছে অতিরিক্ত ১০ হাজার টাকা ছিল এবং ওই শ্রমিক তা দেখে ফেলে। ওই টাকা লুট করতেই আনারুল তাকে শ্বাসরোধে হত্যা করে।“

Link copied!