ঢাবি অধ্যাপকের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৫, ২০২২, ১০:৫৭ পিএম

ঢাবি অধ্যাপকের মুক্তির দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিএনিপর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োআজিত মানববন্ধনে  সাতদিনের মধ্যে তাকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বক্তারা বলেন, যে মামলায় তাজমেরী ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে তা হাস্যকর ও অবিশ্বাস্য। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কখনও গাড়ি পোড়ানো বা সহিংসতার ঘটনায় সম্পৃক্ত থাকতে পারেন না বলেও তারা দাবি করেন। অভিযোগ করে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা থাকার কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। অবিলম্বে ড. তাজমেরীর মুক্তি দাবি করেন তারা।

Link copied!