ঢাবি ক্যাম্পাসে নারীকে চাপা দিয়ে নীলক্ষেত পর্যন্ত নিয়ে গেল কার চালক!

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২২, ১২:১৭ এএম

ঢাবি ক্যাম্পাসে নারীকে চাপা দিয়ে নীলক্ষেত পর্যন্ত নিয়ে গেল কার চালক!

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম রুবিনা আক্তার (৪০)। মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িচালকও  গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

আজ শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। রুবিনা আক্তার তাঁর দেবরের মোটরসাইকেলে করে হাজারীবাগ এলাকায় তাঁর ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পাশ থেকে একটি প্রাইভেটকার এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার কারণে ওই নারী বাইক থেকে পড়ে প্রাইভেটকারের নিচে চলে যায়। এই অবস্থায়ই তাকে টিএসসি হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে নিয়ে যায় প্রাইভেটকারটি। এসময় গাড়ির পেছন পেছন তাঁর দেবর ও রাস্তায় থাকা লোকজন ছুটতে থাকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণ সংলগ্ন এলাকা থেকে তাঁকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

মোটর সাইকেল চালক ওই নারীর দেবর নুরুল আমিন জানান, গাড়িটি আমার মোটরসাইকেলকে ধাক্কা দিলে উনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ অবস্থায় তাঁকে টেনে হিঁচড়ে নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায়। আমি পেছনে দৌড়ে বারবার গাড়ি থামাতে বললেও চালক তা শুনেননি। পরে স্থানীয়রা গাড়িটিকে আটক করে এবং ভাবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যায়।  গাড়ি চালক আজহার জাফর শাহ (৪৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। শিক্ষাছুটি শেষে বিভাগে না ফেরা ও বিভাগের সঙ্গে একাডেমিক সম্পৃক্ততা না থাকায় ২০১৮ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় প্রাইভেট কারের চালককে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর নাম জাফর শাহ। তিনি নিজেই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে তিনি নিজেই জানান।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে এসে ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করে বলেন, ‘ওই শিক্ষক চাকরিচ্যুত। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।’

Link copied!