তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত চূড়ান্তকরণের দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২২, ০১:৩০ এএম

তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত চূড়ান্তকরণের দাবি

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুততম সময়ের চূড়ান্তকরণের দাবি করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত একটি সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ দাবির কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার আইন শক্তিশালীকরণের যে খসড়া প্রস্তাবটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তৈরি করেছে, তাতে তামাকবিরোধী অংশীজনদের দাবি ও পরামর্শগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। তাই প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার যে লক্ষ্য ঘোষণা করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে এই খসড়া সংশোধনীটি চূড়ান্ত করা দরকার।

তিনি বলেন, তামাকবিরোধী সংগঠন ও গবেষকরা তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যে সুনির্দিষ্ট প্রস্তাবগুলো সামনে এনেছিলেন তার সবগুলোই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত খসড়া সংশোধনীতে প্রতিফলিত হয়েছে। এ কারণেই জনসাধারণের মতামতের জন্য খসড়া সংশোধনীটি উন্মুক্ত করার পর এটি ব্যাপক জনসমর্থন পেয়েছে।

তিনি আরও জানান, ১৫৫ জন সংসদ সদস্য, বিএমএ ও সন্ধানীসহ ২০টির বেশি চিকিৎসক সংগঠন, শতাধিক স্বনামধন্য চিকিৎসক, শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক এনজিও, প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের সংগঠন, ধর্মীয় নেতা, ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠন, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, বিড়ি শ্রমিক, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ সর্বমোট ২০ হাজারের বেশি সংগঠন ও ব্যক্তি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংশোধনীটির প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরী, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. এস এম জুলফিকার আলী, সিটিএফকে বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদুজ্জামান সরকার তামাকমুক্ত দেশ গঠনের জন্য বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করে বলেন যে, সংসদ সদস্যরা তাঁদের নিজ নিজ জায়গা থেকে প্রস্তাবিত আইনটি চূড়ান্তকরণ এবং তার বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

Link copied!