তিন কোটি পোস্ট সরাল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২১, ১০:৫৪ পিএম

তিন কোটি পোস্ট সরাল ফেসবুক

ভারতের নতুন পাশ হওয়া তথ্য প্রযুক্তি আইন মেনে নিয়ে তিন কোটির বেশি কনটেন্ট সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (২ জুলাই)ফেসবুক ভারত সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে এই তথ্য উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত ১০টি ক্যাটাগরির অভিযোগ আমলে নিয়ে ভারতীয় নাগরিকদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আড়াই কোটি স্প্যাম, সহিংসতামূলক ২৫ লাখ, নগ্নতা ও যৌনতা সংশ্লিষ্ট ১৮ লাখ এবং ঘৃণাকে উসকে দেওয়া তিন লাখ ১১ হাজার কন্টেন্ট মুছে দিয়েছে ফেসবুক।

এ ছাড়া হেনস্তামূলক এক লাখ ১৮ হাজার, আত্মহত্যা ও আত্মঘাতমূলক পাঁচ লাখ ৮৯ হাজার, বিপজ্জনক সংগঠন ও ব্যক্তি ক্যাটাগরির আওতায় সন্ত্রাসী প্রোপাগান্ডামূলক এক লাখ ছয় হাজার এবং সংঘবদ্ধ ঘৃণা ছড়ানো ৭৫ হাজার কন্টেন্ট সরিয়েছে ফেসবুক।

ফেসবুক আরও বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা ওই ১০ অভিযোগের কনটেন্টগুলো চিহ্নিত করে।

এদিকে, ইন্সটাগ্রাম থেকেও নয়টি ক্যাটাগরির অভিযোগ আমলে নিয়ে ২০ লাখ কনটেন্ট মুছে দেওয়া হয়েছে।

ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, যেসব সামাজিক যোগাযোগমাধ্যমে ৫০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে তাদের প্রতিমাসেই ওইসব অভিযোগের ব্যবস্থা গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে

সূত্র: এনডিটিভি।

Link copied!