ত্বক পরিচর্যায় শসাই মুসকিল আসান

লাইফস্টাইল ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ০৩:৪৫ পিএম

ত্বক পরিচর্যায় শসাই মুসকিল আসান

ত্বকের পরিচর্যার জন্য বাহারি প্রসাধনীর প্রয়োজন নেই।  ঘরে শসা থাকলেই চলবে। শসার প্রায় ৯০ শতাংশই পানি। ফলে প্রতিদিন শসা খেতে পারলে শরীর যে ফ্রেশ থাকবে, তা বলাই বাহুল্য। একইভাবে দৈনন্দিন রূপচর্চায় শসা রাখতে পারলে ত্বক এবং চুলের তরতাজা হওয়াও নিশ্চিত।

চোখের যত্ন

দিনভর ল্যাপটপের বা কম্পিউটারে কাজ করলে বা  সন্ধ্যায় কোথাও যাওয়ার সময়ে সাজতে গেলে চোখের তলাটা ফোলা ফোলা দেখায়। দু’টো টুকরো শসা গোল করে কেটে, পানিতে ভিজেয়ে ফ্রিজে রেখে দেন।  কাজের শেষে শসার টুকরো দু’টো চোখের পাতার উপরে দিয়ে মাথাটা এলিয়ে নিন। কিছু ক্ষণেই চনমনে দেখাবে আপনাকে।

ত্বকের যত্ন

অ্যান্টি-অক্সিডেন্টে ঠাসা শসার পিএইচ ত্বকের পিএইচের সমান হওয়ায়, ত্বক নরম এবং আর্দ্র রাখতেও শসার জুড়ি মেলা ভার। তা ছাড়া শসার ত্বক উজ্জ্বল করার বিশেষ ক্ষমতা রয়েছে। ত্বক শুষ্ক দেখালে শসা দিয়ে একটা মাস্ক বানিয়ে ফেলুন। এতে ফল পাবেন বেশ। শসার মধ্যে অনেকটা পানি থাকায়  গরমে আপনার যেমন বার বার গলা শুকিয়ে যাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, ত্বকেরও তেমনই অবস্থা। খোসা সমেত শসা কুচি করে মিক্সিতে বেটে নিয়ে রস ছেঁকে সারা মুখে লাগিয়ে রাখুন। শুকোতে দিন নিজের নিয়মে। আধ ঘণ্টা পরে ধুইয়ে ফেলুন। এভাবে কয়েকদিন চালিয়ে গেলে ঝলমল করবে আপনার ত্বক।

মাস্ক মাখারও যদি সময় না পান, তবে একটা পাত্রে পানি ভরে তাতে শসা কেটে ফেলে রাখুন। রাতভর তেমন ভাবেই থাকতে দিন সেই পানি। একটি কাচের পাত্রে ভরে রাখুন। শসার পানিতে ভিটামিন-সি আর ফলিক অ্যাসিডের যত্নে আপনার চোখ-মুখে যেমন আরাম হবে, তেমন চেহারায় অনেক ক্ষণ ঠান্ডা ভাব থাকবে। মুখ পরিষ্কার করার পর টোনার হিসাবেও এই জল ব্যবহার করতে পারেন।

Link copied!