দুই দিনেই গৃহহীন হয়ে গেলেন ন্যান্সি

বিনোদন প্রতিবেদক

মার্চ ৯, ২০২১, ০৮:১৩ পিএম

দুই দিনেই গৃহহীন হয়ে গেলেন ন্যান্সি

বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বহু সময় ধরে রাজত্ব করেছেন ঢালিউডের সংগীতাঙ্গনে। এখনও তার গান মানে নতুন কিছু। তাই অপেক্ষায় থাকে ভক্তরা। স্বামী জায়েদ এবং দুই মেয়ে নায়লা ও রোদেলাকে নিয়ে তার সংসার। বর্তমানে থাকছেন স্বশুরবাড়ি ময়মনসিংহে।

সম্প্রতি তার লেখা পোস্টে নিজেকে গৃহহীন বলে একটি লাইন লিখেছেন তিনি। তবে কোন কিছু হারিয়ে নয়। ময়মনসিংহ ও নেত্রকোনায় ‘দরবারি’ ও ‘বিলাবল’ নামে দুটি বাড়ি রয়েছে ন্যান্সির। সেই বাড়ি দুটি একমাত্র ছোট ভাই শাহরিয়া আমান সানিকে দিয়েছেন ন্যান্সি।

এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘‘দরবারি’ আমার ময়মসিংহের বাসার নাম, ‘বিলাবল’ আমার নেত্রকোনার বাসার নাম। হঠাৎ সিন্ধান্ত নিলাম, এসব বৈষয়িক ঝামেলা থেকে মুক্ত হওয়া দরকার। জায়েদ আমার উপার্জন অথবা বিষয়-সম্পত্তি নিয়ে কখনোই নাক গলায়নি। বরং সে বরাবরই নিজের পৈতৃক সম্পত্তির ক্ষেত্রেই উদাসীন! কাজেই বলা চলে এসব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বেলায় আমি শতভাগ স্বাধীন।’

তিনি আরও লিখেছেন, ‘দুই কন্যার মতামত জানা দরকার বলে মনে হলো। নায়লা যেহেতু মতামত জানাবার মতো বয়সে এখনো আসেনি, তাই রোদেলাকেই জানালাম, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দুটো বাড়ি দান করে দেব। তোমার কি কোনো আপত্তি আছে? উত্তরে মেয়ে স্পষ্ট গলায় বলল, ‘তোমার সম্পত্তি তুমি যাকে খুশি তাকে দাও, আমাকে জিজ্ঞেস করার কি আছে! আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই। মনে হলো সন্তানকে ঠিকভাবেই মানুষ করতে পেরেছি, খুব আনন্দ হলো.. খুব.. খুব.. খুব।’

‘একমাত্র বান্ধবী হ্যাপি, যার প্রধান কাজ আমার সকল সঠিক বা বেঠিক কাজে সায় দিয়ে যাওয়া, বরাবরের মতো সে একই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে। এদিকে আমার ইচ্ছে জানার পরে গ্রহীতার চেহারা দেখবার মতো ছিল। আমি তারপর কয়েকজন এর সঙ্গে পরামর্শ করলাম, কিন্ত সবাই আমায় নিরুৎসাহিত করল। তাতে অবশ্য কিছুই যায় আসেনা। কারণ সারাজীবন আমি নিজের সিদ্ধান্তে অনড় থেকেছি। ঠকেছি, শিখেছি, বারবার হেরেছি কিন্ত পথ চলা থামাইনি।’

এসবের সাথে তিনি যোগ করে লিখেছেন, ‘দুদিনের মধ্যে দুটো ডুপ্লেক্স বাড়ির মালিক থেকে গৃহহীন হয়ে গেলাম! আপাতত সম্বল স্বামীর ঘর, পরে কী হবে সেটা পরে দেখা যাবে। আর মৃত্যুর পরে মাটির ঘর তো আছেই। বেশ হালকা লাগছে, যেন কোনো চাপ নেই। মধ্যবিত্ত পরিবারের সম্পদ নামের কদর্য সংঘাত থেকে আমি মুক্ত।আমি পৃথিবী ঘুরতে চাই, প্রানখুলে হাসতে চাই, চিৎকার করে কাঁদতে চাই, গান গেয়ে যেতে চাই। এসবের জন্য যতটুকু অর্থের প্রয়োজন সেটা আমার আছে, ওতেই চলবে। বাড়ি দুটোর বর্তমান মালিক আমার একমাত্র ছোট ভাই শাহরিয়া আমান সানি। তবে বাড়ির মালিক সানি হলেও আজীবন এ বাড়িতে থাকবার অধিকার  কেড়ে নেয়া হয়নি। এই বেশ ভালো আছি।’

 

Link copied!