৯০ হাজার টাকা ভরি ছাড়িয়ে গেল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৮, ২০২৩, ০১:৩৪ এএম

৯০ হাজার টাকা ভরি ছাড়িয়ে গেল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। দাম বৃদ্ধির পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ৯০ হাজার ৭৪৬ টাকা। নতুন এই দাম কার্যকর হবে রোববার (৮ জানুয়ারি) থেকে। 

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছে বাজুস। 

নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৯০ হাজার ৭৪৫ টাকা দাঁড়িয়েছে। এছাড়া ২১ ক্যারেটের দাম ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম পড়বে ৬১ হাজার ৮৭৭ টাকা।

এদিকে রুপার দামও বেড়েছে। নতুন দাম অনুয়ায়ী, ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৪ টাকা। ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৪৯ টাকা।

Link copied!