দেশে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২২, ১১:৫৮ পিএম

দেশে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ৭ জন মারা গেছেন। আগের দিন এই সংখ্যা ছিল ১২ জন। সে হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু কমেছে। একই সময়ে কমেছে সংক্রমণও। আগের দিন ২ হাজার ২৮৫ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৮৮২টি। পরীক্ষা করা হয় ১১ হাজার ৯৩২টি নমুনা। এর মধ্যে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জনের। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৯৪ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী ও ময়মনসিংহে ১ জন। তাদের মধ্যে ৭ জনই পুরুষ।

Link copied!