দেশে করোনায় প্রাণ গেলো আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৮, ২০২২, ০৩:৩১ এএম

দেশে করোনায় প্রাণ গেলো আরও ৫ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট ২৯ হাজার ৩৮০ জন প্রাণ হারালেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৯১ জন। এনিয়ে দেশে মোট ২০ লাখ ২৯ হাজার ১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। ৪ হাজার ৯১২টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৯১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০১ জন। এনিয়ে দেশে মোট করোনা থেকে ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল।  প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

২০২১ সালের ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর একই বছরের ২৮ আগস্ট মৃত্যুসংখ্যা  ১০০ এর নিচে নেমে আসে। ডেল্টার পর করোনারভাইরাসের নতুন ধরন ওমিক্রন আঘাত হানে বিশ্বব্যাপী। 

Link copied!