দেশে ঠান্ডাজনিত নানা রোগে ৬০ দিনে ৮৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২৩, ০৭:৫৪ এএম

দেশে ঠান্ডাজনিত নানা রোগে ৬০ দিনে ৮৮ জনের মৃত্যু

সারাদেশে চলছে শীতের প্রকোপ। উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে শৈত্য প্রবাহ চলছে বেশ কয়েক দিন ধরে। তীব্র শীতের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুস্থতাসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। পাশাপাশি  বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত রোগে তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫৮ হাজার ৪৭৮ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। শীতকালীন ডায়রিয়ায় তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মহানগর ছাড়া ঢাকা বিভাগে ১৪ হাজার ৩৭৫ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এছাড়া, ময়মনসিংহে ৪হাজার ৩৬৫ জন, চট্টগ্রামে ২০ হাজার ১১০ জন, রাজশাহীতে দুই হাজার ৪২৬ জন, রংপুরে দুই হাজার ১৬৮ জন, খুলনায় সাত হাজার ৮৯২ জন, বরিশালে তিন হাজার ৬১৮ জন এবং সিলেট বিভাগে তিন হাজার ৫২৪ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫৬ জন মারা গেছেন। তারপরই অঅছে  ময়মনসিংহ বিভাগ। এবিভাগে ২৫ জন, খুলনা ও বরিশালে দুইজন করে মারা গেছেন। অন্যসব বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে ডায়রিয়ার তথ্য তুলে ধরে বলা হয়, গত ৬০ দিনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই লাখ ৩১ হাজার ৫৪৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৪ হাজার ৭৩৮ জন, চট্টগ্রামে ৩৫ হাজার ৪৪৩ জন, রাজশাহীতে ১৫ হাজার ৫১১ জন, রংপুরে ১০ হাজার ৪৭৩ জন, খুলনায় ১৯ হাজার ৪৩২ জন, বরিশালে ১১ হাজার ৫১৪ জন এবং সিলেট বিভাগে আট হাজার ৫২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

আইসিডিডিআর'বি সূত্রে জানা গেছে, নিউমোনিয়ার কারণে দেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ শিশু মারা যায়। এই হিসেবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন গড়ে মারা যায় ৬৭ জন। এদের ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।

Link copied!