ধনী হতে যা করতে হবে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২২, ১২:০০ এএম

ধনী হতে যা করতে হবে

ধনী হতে চান? যে কাউকেই আকৃষ্ট করবে এ প্রশ্ন। ধনী হতে কে না চায়! তাহলে সাতটি কাজ না করার পরামর্শ বিশেষজ্ঞদের।  যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘মেইনলি এন্ট্রাপ্রেনিউর’ এ খবর দিয়েছে।

১. দেরি করে ঘুম থেকে না ওঠা

কিছুতেই দেরি করে ঘুম থেকে উঠা যাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। নিজেকে কর্মক্ষম দিনের জন্য প্রস্তুত করতে হবে। নিজেকে সারাদিন সর্বোচ্চ কর্মক্ষম রাখতে একটা ‘স্ট্রং মর্নিং রুটিন’ মেনে চলতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যেতে হবে। একই সময়ে উঠতে হবে। বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নিজের দৈনিক লক্ষ্য পূরণ করতে হবে।

২. অস্বাস্থ্যকর জীবনযাপন না করা

সুন্দর ঘুম, স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম (হাঁটা বা ব্যায়াম), প্রতিদিন কিছুটা সময় রোদে থাকা, বই পড়া-এগুলো খুবই জরুরি। আপনি যদি অস্বাস্থ্যকর জীবনযাপন করেন, তাহলে আপনি নিজের ক্ষমতা আর সৃজনশীলতার সুষ্ঠু ব্যবহার করতে পারবেন না।

৩. ব্যর্থতার দায়িত্ব নেওয়া

ব্যর্থতা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আপনি ব্যর্থ হবেন, সফল হবেন—এভাবেই আপনার দীর্ঘ যাত্রার শক্ত ভিত্তি তৈরি হবে। তাই ব্যর্থ হলেই কার ওপর দায়ভার চাপাবেন, সেটা যদি খুঁজতে শুরু করেন, তাহলে আর সফলতার মুখ দেখা হবে না। প্রথমত, ব্যর্থতার দায়িত্ব নিন। দ্বিতীয়ত, ব্যর্থতার কারণ খুঁজে বের করুন। সেটির একটা টেকসই সমাধান দিন। ওই কারণটা যেন ঘুরে ফিরে আবার না ঘটে, সেটি নিশ্চিত করুন।

৪. অন্যের ওপর ভর না করা

নিজের সব কিছুর দায়িত্ব নিজে নিন। কখনো ভাববেন না, আরেকজন এসে আপনাকে উদ্ধার করে দেবে। যতটা সম্ভব নিজের ওপর নির্ভর করুন।

৫. সামাজিক যোগাযোগমাধ্যম বা নেটফ্রিক্সে বেশি সময় না কাটানো

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম বা নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্ম—যা–ই হোক না কেন, এগুলো আপনি ব্যবহার করবেন। খেয়াল রাখবেন, ডিভাইস বা এসব প্ল্যাটফর্ম যেন আপনাকে ব্যবহার না করে। অতিরিক্ত খেলাও দেখবেন না। মাত্রা রেখে প্রয়োজনীয়, শিক্ষামূলক বিনোদন গ্রহণ করুন।

৬. সঞ্চয় করা

যেদিন থেকে আয় করা শুরু করবেন, সেদিন থেকে সঞ্চয় করুন। সব সময় ব্যাকআপ প্ল্যান, ব্যাকআপ অর্থ রাখবেন। আগে লক্ষ্য অনুসারে সঞ্চয় করে তারপর যে অর্থ অবশিষ্ট থাকবে, সেটা খরচ করুন। 

৭. সঠিক বন্ধু নির্বাচন করা

লক্ষ্য রাখতে হবে, যারা আপনার বন্ধু তারা আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে কিনা। ভালো বন্ধুর নানা পরামর্শ জীবনের লক্ষ্য পূরণের সহায়ক হিসেবে কাজ করে।

Link copied!