নকআউট পর্ব: সর্বোচ্চ গোল পর্তুগালের, সবচেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২২, ০৮:৪৫ পিএম

নকআউট পর্ব: সর্বোচ্চ গোল পর্তুগালের, সবচেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে পর্তুগালের অসাধারণ জয়ের মধ্য দিয়ে শেষ হলো কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। আর এর মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, লাতিন আমেরিকার আর্জেন্টিনা ও ব্রাজিল এবং আফ্রিকার দেশ মরক্কো।

সাধারণত ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেই পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে যায়। কিন্তু গোল সংখ্যা যখন অনেক বেশি হয় তখন খেলার মধ্যে এক অন্যরকম উত্তেজনা চলে আসে।

এইবারের বিশ্বকাপেও গোলের বন্যা দেখে আনন্দিত ফুটবল প্রেমিরা। অনেকের মতে এইবারের বিশ্বকাপ সেরা বিশ্বকাপ। এবার জেনে নেওয়া যাক নকআউট পর্বে কোন দল কত গোল দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো।

কোয়ার্টার ফাইনালে আসা ৮ দলের মধ্যে  ৫ টি দলই তিন গোলে জয় লাভ করে এসেছে৷ এই ৫ টি দল হচ্ছে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এবং মরক্কো।

এই ৫টি দলের প্রত্যেকেই তাদের প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। সকলেই দুর্দান্ত খেলে গোলের তুফানে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে।

নেদারল্যান্ডস ৩-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে, জাপানকে পেনাল্টিতে ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া, পোল্যান্ডকেও ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দেখে মনে হবে এরা কি পূর্বপরিকল্পনা করে খেলেছে না কি যে এতগুলো দলের মধ্যে সবারই সমান সংখ্যক গোল। এছাড়া  ৩-০ গোলে সেনেগালকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

আর সবাইকে অবাক করে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে এইবারের হট ফেবারিট স্পেনকে বাড়ি পাঠিয়ে দিল আফ্রিকার দেশ মরক্কো। স্পেনের বিদায় সকলের কাছেই ছিল অকল্পনিয় কারন বিশ্বকাপের শুরুতেই ৭ গোল দিয়ে কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছিল স্পেন। নকআউটে পেনাল্টিতে ৩-০ গোলে এগিয়ে যায় মরক্কো। প্রথম বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলছে মরক্কো।

এই ছিল ৫ দলের ৩ গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দেয়া দলের নামগুলো। এছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাকি ৩ দলগুলোরও।

তিনটি দল হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা এবং পর্তুগাল। ৮ দলের মধ্যে গোল সংখ্যায় সবচেয়ে এগিয়ে পর্তুগাল। ৬ গোলের ঝড়ে সুইজারল্যান্ডকে উড়িয়ে দিলো পর্তুগাল।

ব্রাজিল ৪ গোল দিয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। 

গোল সংখ্যায় সবচেয়ে পিছিয়ে আছে মেসির আর্জেন্টিনা। যেখানে ৬ গোল ৪ গোল ৩ গোল দিয়ে বাকি দল গুলো দ্বিতীয় রাউন্ডে এসেছে সেইখানে আর্জেন্টিনার গোল সংখ্যা মাত্র ২টি। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।

সুতরাং গোলের দিক থেকে সবচেয়ে এগিয়ে পর্তুগাল এবং সবচেয়ে পিছিয়ে আর্জেন্টিনা।

তবে অনেকেই ধারণা করছেন সেমিফাইনাল খেলবেন আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং পর্তুগাল ও ফ্রান্স অনেকেই আবার ফ্রান্সের বদলে পর্তুগাল এবং ইংল্যান্ডকেও রাখছেন।

শুক্রবার রাত ৯টায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং রাত একটায় নেদারল্যান্ডস এর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Link copied!