মাঙ্কিপক্সের বিস্তার ঠেকাতে নজরদারিতে থাকবে বিমানযাত্রীরা: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মে ২৩, ২০২২, ০৮:৫৬ পিএম

মাঙ্কিপক্সের বিস্তার ঠেকাতে নজরদারিতে থাকবে বিমানযাত্রীরা: প্রতিমন্ত্রী

মাঙ্কিপক্স নিয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, বিশ্বের কয়েকটি দেশে এ রোগ ছড়িয়ে পড়ায় বাংলাদেশ বিমানবন্দরের কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের নজরদারিতে রাখতে বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সোমবার (২৩ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সে সময় তিনি বলেন, আমরা আজকে এয়ারপোর্টে এসেছি এয়ারপোর্টের ব্যবস্থাপনা, যাত্রী সেবাসহ সবাই যথাযথ ভাবে কাজ করে কি না তা দেখতে । আমরা সার্বক্ষণিক এগুলো দেখি। আমরা মন্ত্রণালয়ে একটা টিম করেছি। সপ্তাহে তিন দিন মন্ত্রণালয়ের লোকজন এখানে থাকে। কোন ধরনের অবস্থাপনা হয় কি না তারা দেখেন। 

বিমানবন্দরে ট্রলি সংকটের বিষয় প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের ট্রলি সংকট ছিল। সেটা এখন আর নাই। লাগেজ বেল্টে যেন কোন সমস্যা না হয় এ জন্য অনেকগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছি।

তিনি আরো বলেন, আপনারা জানেন বিমানের সি চেক, যেটা ১২০০০ ঘন্টা উড়ার পরে একটা চেকের মাধ্যমে করতে হয় । আগে সেটা জার্মানী বা সিঙ্গাপুরে করতে হতো। প্রতিটা বিমানে বাংলাদেশের কারেন্সিতে সাড়ে ৫ থেকে ৬ কোটি টাকা লাগতো। আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছি। আমাদের ইঞ্জিনিয়াররা নিজেরাই এখন সক্ষম হয়েছে এটা করতে।                                    

তিনি বলেন, আমরা চাই বিমানবন্দর সুন্দরভাবে চলুক, এখানে কোনো প্রকার যাত্রী হয়রানি যাতে না হয়। এখন হয়ত আমরা কাঙ্খিত সেবা দিতে পারি না, তবে থার্ড টার্মিনাল হয়ে গেলে গ্রাউন্ড হ্যান্ডেলিং, লাগেজ অনেক বেশি আসবে।" 

 

Link copied!