নজিরবিহীন: ৫০ বছর পর মার্কিন নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বন্ধ হচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২২, ০৬:৫৮ পিএম

নজিরবিহীন: ৫০ বছর পর মার্কিন নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বন্ধ হচ্ছে

নজীরবিহীন ঘটনা ঘটলো মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে লক্ষ লক্ষ নারী গর্ভপাতের সাংবিধানিক অধিকার হারাতে চলেছেন। ৫০ বছরের পুরনো গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমেরিকার ৫০টির বেশি রাজ্য নতুন করে আইন প্রণয়ন শুরু করা হবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

এরমধ্যেই ১৩ টি রাজ্য গর্ভপাত স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ করার জন্য তথাকথিত ট্রিগার আইন পাস হয়ে গেছে। ১৯৭৩ সালের রো বনাম ওয়েডের মামলায় দেশে গর্ভপাতকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত পঞ্চাশ বছর ধরে ওই রায়ের সুযোগ নিয়েই ইচ্ছেমতো গর্ভপাত করাতে পারতেন মার্কিন নারীরা। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশের পর গর্ভপাতকে নিষিদ্ধ করার পাশাপাশি অপরাধ হিসেবে দেখানোর জন্য আইন তৈরি হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি জো বাইডেন রাজ্যগুলিকে দ্রুত এই আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। গর্ভপাত প্রদানকারী সংস্থা প্ল্যানড প্যারেন্টহুডের গবেষণা অনুসারে , সুপ্রিম কোর্টের রায়ের পর ৩৬ মিলিয়ন নারীর জন্য গর্ভপাতের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একজন গর্ভপাত বিরোধী কর্মী বিবিসিকে বলেছেন যে তিনি এই রায়ে "উল্লসিত" । অন্যদিকে বিরোধীরা এই সিদ্ধান্তকে "অবৈধ" এবং এমনকি "ফ্যাসিবাদ" এর একটি রূপ বলে নিন্দা করেছেন।

সূত্র: এবিসি নিউজ

Link copied!