নতুন এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০১:৪৭ এএম

নতুন এফটিপিতে সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশের

আইসিসি ঘোষণা করার আগে বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছিল ২-২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির নতুন এফটিপিতে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ১৪৪টি ম্যাচ খেলবে। বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলবে উইন্ডিজ ১৪৬টি।

বাংলাদেশের ১৪৪টি ম্যাচের মাঝে ছিল ৩৪টি টেস্টে, ৫৯টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি। কিন্তু আজ আইসিসি যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের ম্যাচ আরও বেড়েছে। এখন বাংলাদেশ মোট ম্যাচ খেলবে ১৫০টি। যেখানে আছে টেস্ট ৩৪টি, ওয়ানডে ৫৯টি ও টি-টোয়েন্টি ৫৭টি। নতুন এফটিপিতে বাংলাদেশেরই ম্যাচ বেশি। এরপরই আছে উইন্ডিজ।

 

২০২৩

মার্চ-ইংল্যান্ড আসবে । খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

মে-আয়ারল্যান্ড সফর। তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি।

জুন-জুলাই-আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ভারত)

জুন- আফগানিন্তান আসবে। খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।

সেপ্টেম্বর-এশিয়া কাপ

সেপ্টেম্বর-নিউজিল্যান্ড আসবে তিন ওয়ানডে খেলতে।

নভেম্বর-ডিসেম্বর-নিউজিল্যান্ড আসবে। খেলবে দুই টেস্ট।

ডিসেম্বর-নিউজিল্যান্ডে সফরে খেলবে তিনটি করে ওয়ানডে ওটি-টোয়েন্টি।

 

২০২৪

ফেব্রুয়ারি-মার্চ- শ্রীলঙ্কার আসবে দুইটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।

এপ্রিল-জিম্বাবুয়ে আসবে। খেলবে দুই টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টি।

জুন-টি-টোয়েন্টি বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র)

জুলাই-আফগানিস্তান সফরে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

আগস্ট-সেপ্টেম্বর৪-পাকিস্তান সফরে দুইটি টেস্ট খেলবে।

সেপ্টেম্বর-অক্টোবর-ভারত সফর। খেলবে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি।

অক্টোবর-নভেম্বর-দক্ষিণ আফ্রিকা আসবে। খেলবে দুইটি টেস্ট ।

নভেম্বর-ডিসেম্বর- ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

 

২০২৫

ফেব্রুয়ারি-মার্চ- চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)

মার্চ-এপ্রিল- জিম্বাবুয়ে আসবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।

মে-পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

জুন-জুলা- শ্রীলঙ্কার সফর। খেলবে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

আগস্ট-ভারত আসবে। খেলবে তিনটি করে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ।

সেপ্টেম্বর-এশিয়া কাপ

অক্টোবর-ওয়েস্ট ইন্ডিজ আসবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।

নভে.-ডিসে.-আয়ারল্যান্ড আসবে।খেলবে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

 

২০২৬

মার্চ-এপ্রিল- পাকিস্তান আসবে। খেলবে দুইটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

এপ্রিল- নিউজিল্যান্ড আসবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।

জুন- অস্ট্রেলিয়া আসবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।

জুলাই-আগস্ট- জিম্বাবুয়ে সফরে খেলবে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে।

আগস্ট- আয়ারল্যান্ড সফরে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

অক্টো-নভে.- ওয়েস্ট ইন্ডিজ আসবে দুইটি টেস্ট খেলতে।

নভে.-ডিসে.- দক্ষিণ আফ্রিকা সফরে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। ু

 

২০২৭

ফেব্রুয়ারি-ইংল্যান্ড আসবে। খেলবে দুইটি টেস্ট।

মার্চ অস্ট্রেলিয়া সফরে খেলবে দুইটি টেস্ট।

Link copied!