নাকে দেওয়া করোনার টিকা, বিশ্বে প্রথম চালু করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ০২:১২ এএম

নাকে দেওয়া করোনার টিকা, বিশ্বে প্রথম চালু করলো ভারত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শরীরে নেওয়া টিকা কার্যক্রম এখনও চলছে। বিশ্বেরৈ কোনো কোনো দেশে বুস্টার ডোজ দেওয়ার পর চলছে চতুর্থ বার টিকা নেওয়ার কার্যক্রম। তবে বিশ্বে এবারই প্রথম নাকে দেওয়া করোনার টিকা চালু করেছে ভারত। করোনার এই নতুন টিকার নাম ‘ইনকোভ্যাক’।   

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার  নরেন্দ্র মোদি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডা. মানসুখ মানদাবিয়্যা এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং টিকাটির প্রয়োগ উদ্বোধন করেন।

দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৈরি এই ইনকোভ্যাক টিকা ভারতে সরকারি হাসপাতালে ডোজপ্রতি ৩২৫ রুপিতে এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে পাওয়া যাবে বলে ওই প্রতিবেদনে বলা হয়। তবে বেসরকারি হাসপাতালে প্রতিডোজ ইনকোভ্যাক নিতে ব্যয় করতে হবে ট্যাক্সসহ এক হাজার রুপি।

ভারতের কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রণ সংস্থা’র (সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনে আরও বলা হয়,  ভারতের সরকারি টিকা ব্যবস্থাপনা ওয়েবসাইট কো-উইন’র মাধ্যমে ভারতীয়রা ইনকোভ্যাক নিতে পারবেন।

সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন  জানায়, ‘১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ ইনকোভ্যাক টিকা নিতে পারবেন। এই টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। দুই নাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় এক ডোজ পূর্ণ হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১ হাজার রুপি। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে দেওয়া যাবে বলেও জানায় ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

বায়োটেকের একজিকিউটিভ চেয়ারম্যান কৃষ্ণা এল্লা বলেন, “যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছিলাম, তা সফল হল। কোভ্যাক্সিনের পর ইনকোভ্যাকও তৈরি করলাম আমরা।” বুস্টার হিসাবে এই টিকা ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ার সময়ই নাকে দেওয়ার এই টিকার প্রস্তুতি শুরু করেছিল ভারত বায়োটেক। টিকার ছাড়পত্র প্রসঙ্গে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজ়রি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই)-এর চেয়ারম্যান এন কে অরোরা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “এই টিকা দেশের গবেষণার উন্নয়নের এক অন্যতম উদাহরণ। শুধু তাই নয়, এই টিকা ব্যবহার করাও খুব সহজ।”

যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দু’টি টিকাই নিয়েছেন, তেমন কয়েক জনের উপর বুস্টার টিকা হিসাবে ইনকোভ্যাক-এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি হয়েছে। তবে এই টিকা তৈরি, নিরাপত্তা, পরীক্ষামূলক প্রয়োগ-সহ বাকি পদ্ধতির দায়িত্ব ছিল ভারত বায়োটেকের হাতেই।

Link copied!