নার্সের বদলে টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২১, ০২:৫১ এএম

নার্সের বদলে টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান!

সতর্কতার সাথে টিকাদান সম্পন্ন করতে আগে থেকেই কয়েক হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই তালিকায় স্বাস্থ্যখাতে সংশ্লিষ্ট ব্যাতিত অন্য কোন জনপ্রতিনিধি কিংবা ব্যক্তির নাম ছিলো না। কিন্তু দেশব্যাপী টিকাদান শুরুর প্রথম দিন হঠাৎ করে প্রশিক্ষিত নার্সের দায়িত্ব পালন করে বসলেন কুষ্টিয়ার একজন স্থানীয় জনপ্রতিনিধি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, পরপর তিনজনের শরীরে করোনার টিকা পুশ করেছেন কুষ্টিয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান। সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। নার্স ও চিকিৎসকেরা তাঁকে সহায়তা করেন। পরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোঁজ নিয়ে এ ঘটনার সত্যতাও পাওয়া যায়।

দক্ষ ও প্রশিক্ষিত নার্সের বদলে এ জনপ্রতিনিধির টিকা দেয়ার ঘটনাকে ‘খুবই ভয়ানক ও আশ্চর্য ঘটনা’বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। 

ঘটনা ভাইরাল হলে বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কোন প্রশিক্ষণ ছাড়া একজন স্বাস্থ্যকর্মীর গুরুদায়িত্ব অন্য কেউ কোনোভাবেই পালন করতে পারেন না। করোনা টিকা দেওয়ার জন্য নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরাই টিকা প্রদান করতে পারেন। পরে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া হবে বলেও তিনি জানান।

ভিডিওটি দেখে পরে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান যে তিনজনের শরীরে করোনার টিকা পুশ করেছেন তাঁরা হলেন কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী মোখলেছুর রহমান এবং স্থানীয় সাংবাদিক কে এম আর শাহীন।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খানের মোবাইলে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

Link copied!